বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ঢাকায় আসা তরুণের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: রাজধানীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এলাকার এক বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু মেহেবুল্লাহ তৌসিফ (২১) নামে এক শিক্ষার্থীর ‘ঝুলন্ত’ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাবার নাম মোহাম্মদ মেজবাহ উদ্দিন, তাদের বাড়ি পটুয়াখালী জেলায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এক সপ্তাহ আগে মহানগর প্রজেক্টে এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন তৌসিফ।
সেই বাসা থেকেই গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তৌসিফের লাশ উদ্ধার করা হয় বলে হাতিরঝিল থানার এসআই মো. নজরুল ইসলাম জানান। তিনি বলেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছিল তার লাশ। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।