সংক্ষিপ্ত সংবাদ
সচেতনতা সপ্তাহ
চৌগাছা সংবাদদাতা: ‘হোক সচেতনতার বিস্তার, চাই এন্টিবায়োটিক রেজিন্ট্যান্স থেকে নিস্তার’ প্রতিপাদ্য সামনে রেখে যশোরের চৌগাছায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ (১৮-২৪ নভেম্বর) পালিত হচ্ছে। সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শুরু
যশোরের চৌগাছায় ‘মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ লুৎফুন্নাহার। এসময় অন্যান্যের মধ্যে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, সাবেক আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর ইসলাম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক নান্নু মিয়া উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা
তালা (সাতক্ষীরা): তালায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকালে উপজেলা প্রাণি সম্পদ প্রশিক্ষণ হলরুমে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং নাগরিক উদ্যোগ এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
বীজ ও সার বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবি-জয়পুরহাটের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২১-২২ মৌসুমে সরিষা, ভুট্টা, গম, মশুর, মুগ, পেঁয়াজের বীজ ও সার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে সকালে এই বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।