রবিবার ০২ এপ্রিল ২০২৩
Online Edition

হাতীবান্ধায় বিজিবি’র কাজে বাধা দেয়ায় ৩৫জনের বিরুদ্ধে মামলা॥ গ্রেফতার ১

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধায় বহুল আলোচিত দইখাওয়া বিজিবি ক্যাম্পের সদস্যদের সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ ও পাসপোর্ট আইনে মোট ৩৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, দইখাওয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ আব্দুল মোমেন। এ ঘটনায় সোহরাব আলী (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। রোববার  ২১ নবেম্বর ২০২১ইং তারিখ দুপুর ১২ টার দিকে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক জানান, গত শুক্রবার হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকায় হাবিলদার আনোয়ারসহ দইখাওয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে স্থানীয় এলাকাবাসীর মাঝে পাসপোর্ট থাকা না থাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এ সময় বিজিবির হাবিলদার আনোয়ার সহ কয়েকজন বিজিবি সদস্য লাঞ্চিত হয়েছে। ফলে বিজিবি’র হাবিলদার আব্দুল মোমেন বাদী হয়ে গত ২০/১১/২১ইং তারিখ সরকারি কাজে বাধা ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ