শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

জামায়াত-শিবিরকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল বুধবার কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক রুপসী বাংলা পত্রিকায় প্রথম পাতায় কে এই শাহ আলম শিরোনামে প্রকাশিত সংবাদে ” জামায়াত শিবির দিয়ে শাহ আলমের রাজনীতির হাতেখড়ি মর্মে  এলাকায় গুঞ্জন রয়েছে বলে  রির্পোটে জামায়াত-শিবিরকে জড়িয়ে যে সংবাদ ছাপা হয়েছে তা ভিত্তিহীন ডাহা মিথ্যা। এই  সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর প্রচার সেক্রেটারি কামারুজ্জামান সোহেল বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, কুমিল্লার সিটি কাউন্সিলর সোহেলসহ ২ জনের হত্যা মামলার অন্যতম আসমী শাহ আলম একজন চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার সাথে জামায়াতের সম্পৃক্ততার প্রশ্নই আসে না। দেশে কোন ঘটনা ঘটলেই কোন প্রকার তদন্ত না করেই জামায়াত শিবিরকে জড়িয়ে সংবাদ পরিবেশন করা একশ্রেণির সাংবাদিক ও সংবাদপত্রের  মুদ্রা দোষে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশেই এ কল্পকাহিনী িৈর করে তা প্রচার করা হয়েছে। এই ধরনের মিথ্যা কাল্পনিক খবর প্রকাশ  থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি  আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ