রবিবার ০২ এপ্রিল ২০২৩
Online Edition

বেরোবি’র জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের নতুন ডিন ডক্টর আবু রেজা

রংপুর অফিস : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসিবুর রশীদ এর নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই নিয়োগ প্রদান করা হয়। উল্লেখ্য, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনের ধারা ২৬(৫) অনুসারে তিনি ২২ নবেম্বর, ২০২১ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ পদে বলবৎ থাকবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ