রবিবার ০২ এপ্রিল ২০২৩
Online Edition

রাবি শিক্ষক সমিতির নির্বাচন আজ ॥ দুই প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা

­রাবি রিপোর্টার: আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সমাজ সমর্থিত সাদা প্যানেল এবং আ’লীগ-বামপন্থী সমর্থিত হলুদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
আজ সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ১ হাজার ৮০ জন শিক্ষক ভোট দেবেন। ১৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচনের জন্য উভয় প্যানেল থেকে ১৫ জনের একটি করে প্যানেল ঘোষণা করা হয়েছে। সাদা প্যানেল থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. ছায়েদুর রহমান (পান্নু) ও সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান এবং হলুদ প্যানেল থেকে সভাপতি পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাফর সাদিক স্ব স্ব প্যানেলের নেতৃত্ব করছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ