সৈয়দপুরে ইউপি নির্বাচনে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর দুই জন মনোনয়ন পত্র দাখিল করেছে। গতকাল বুধবার দুপুর ১ টায় উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলমের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।
প্রার্থীরা হলেন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে খয়রাত হোসেন বসুনিয়া এবং কামারপুকুর ইউনিয়নে মাজাহারুল ইসলাম। উভয়ই উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য। তাদের সাথে উপজেলার ৫ টি ইউনিয়নে জামায়াত সমর্থিত ২১ মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদের মনোনয়নও জমা দেয়া হয়েছে।
সকালে নিজ নিজ ইউনিয়ন থেকে নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাসহ উপজেলা চত্বরে উপস্থিত হন প্রার্থীরা। পরে সম্মিলিতভাবে একে একে সবার মনোনয়ন পত্র দাখিল করা হয়।
এসময় উপস্থিত নীলফামারী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক সৈয়দপুর শহর আমীর মাওলানা আব্দুস ছামাদ আজাদ, উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাওলানা গওহর আলী, শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।