রবিবার ০২ এপ্রিল ২০২৩
Online Edition

রাজশাহীতে মেয়র আব্বাসের বিরুদ্ধে তিন মামলা ॥ দল থেকে বহিষ্কার

রাজশাহী ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেয়ায় রাজশাহী কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।
মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ তিনটি এজাহার দায়ের করা হয়। পুলিশ এজাহারগুলো গ্রহণ করে মামলা রেকর্ডের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। বোয়ালিয়া থানায় দায়ের করা অভিযোগের বাদি হয়েছেন, রাজশাহী নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন। চন্দ্রিমা থানায় দায়ের করা এজাহারের বাদি নগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমান এবং রাজপাড়া থানায় ১৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বাদি হয়ে এজাহার দায়ের করেন।
অন্যদিকে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ ও নগরীর প্রবেশ গেটে তা স্থাপনের বিষয় নিয়ে ‘কটুক্তি ও ‘বিতর্কিত’ বক্তব্য দেয়ায় কাটাখালি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্বাস আলীকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে দলের এক জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আ’লীগের আহ্বায়কের পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কেন দলীয় সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শাণোর নোটিশ দেয়ারও সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, মেয়র আব্বাসের এসংক্রান্ত বক্তব্যের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দলের মধ্যে এনিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ