তাজরীনসহ সব শিল্প দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: তাজরীনসহ অন্যান্য সব শিল্প-কারখানায় দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি জানিয়েছে কর্মজীবী নারী নামক একটি সংগঠন। তারা দাবি জানিয়ে বলেন, সকল শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করে কারখানা পর্যায়ে ঝুঁকিগুলো চিহ্নিত করতে হবে; ক্ষতিগ্রস্ত সকল শ্রমিকের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে; কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত বীমা চালু করতে হবে; তাজরীন ও রানাপ্লাজার নিহত শ্রমিকদের স্মরণে জুরাইন কবরস্থানে স্মৃতিফলক নির্মাণ করতে হবে; তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করে ক্ষতিপূরণের আইনি প্রক্রিয়া সহজ করতে হবে; সকল ক্ষেত্রে নিরাপদ, ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করে সকল শ্রমিকের উপযোগী কর্মক্ষেত্র গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল, সমন্বয়ক রাজীব আহমেদ, কর্মজীবী নারীর নির্বাহী কমিটির সদস্য শাহিন আখতার পারভীন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক শেখ মাহানাজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ছাতা হল কর্মজীবী নারী। আমরা নিরাপদ জীবন চাই, নিরাপদ কর্মস্থল চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। আমরা পোশাক তৈরি করি সারা বিশ্বের সভ্যতা রক্ষা করার জন্য। তাহলে কেন আমাদের যৌন নির্যাতনের কথা শুনতে হবে, কেন আগুনে পুড়তে হবে? তাজরীন ঘটনা আমাদের জন্য বড় একটি ক্ষত। এটাকে কেন্দ্র করে আমাদের সচেতন হতে হবে। তাজরীনসহ অন্যান্য সকল শিল্প দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। কারণ কর্মক্ষেত্রে নিরাপদ থাকা একজন শ্রমিকের অধিকার।
তারা আরও বলেন, এখনও আমরা কারখানাগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করতে পারি নাই। কর্মক্ষেত্রে এখনও নারীরা পুরুষদের দ্বারা মৌখিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছি। সংগঠন ও ঐক্য এই নির্যাতন থেকে আমাদের মুক্তি দিতে পারে। নারীর সহিংসতা প্রতিরোধের জন্য আমাদের অনেক আইন কানুন তৈরি হয়েছে। কিন্তু আইনের পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে। নারীরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাহলে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব হবে।