মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
Online Edition

২৫ জন সংবাদ সেবীর পরিবারকে মরোনোত্তর এককালীন অনুদান প্রদান

গত মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা সংবাদ পত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর অফিস কার্যালয়ে সংবাদ পত্র সেবী বহুমুখী সমবায় সমিতি লি: এর উদ্যোগে “মরোনোত্তোর এককালীন অনুদান প্রদান অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির ২৫ জন সংবাদ সেবীর পরিবারকে মরোনোত্তর এককালীন প্রত্যেককে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা করে প্রদান করা হয়। এখানে মরহুম ব্যক্তিদের পরিবারের সদস্যসহ বিভিন্ন সংবাদপত্রের সার্কলেশন ম্যানেজারসহ সংবাদপত্র শিল্পের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ