২৫ জন সংবাদ সেবীর পরিবারকে মরোনোত্তর এককালীন অনুদান প্রদান
আপডেট: ২৪ নবেম্বর ২০২১ - ২২:১৮ | প্রকাশিত: বৃহস্পতিবার ২৫ নবেম্বর ২০২১ | প্রিন্ট সংস্করণ

গত মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা সংবাদ পত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর অফিস কার্যালয়ে সংবাদ পত্র সেবী বহুমুখী সমবায় সমিতি লি: এর উদ্যোগে “মরোনোত্তোর এককালীন অনুদান প্রদান অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির ২৫ জন সংবাদ সেবীর পরিবারকে মরোনোত্তর এককালীন প্রত্যেককে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা করে প্রদান করা হয়। এখানে মরহুম ব্যক্তিদের পরিবারের সদস্যসহ বিভিন্ন সংবাদপত্রের সার্কলেশন ম্যানেজারসহ সংবাদপত্র শিল্পের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।