রাসূল (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানুষের প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব

খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ বলেন, যে সময়কে আইয়ামে জাহেলিয়াত হিসেবে অভিহিত করা হতো সে সময়ে পৃথিবীতে আসেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি ঘোর আঁধারে নিমজ্জিত সমাজ ব্যবস্থাকে হেরার আলোয় উদ্ভাসিত করেন। প্রতিহিংসাপ্রবণ বর্বর আরব জাতিকে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। মহান আল্লাহ প্রদত্ত দায়িত্ব যথাযথ আঞ্জাম দেয়ার মাধ্যমে একটি শান্তিও নিরাপত্তার শহর কায়েম করেন। রক্তপাতহীন বিপ্লবের মাধ্যমে তিনি যেভাবে মক্কা বিজয় করেছিলেন তা ইতিহাসে আজো বিরল হয়ে আছে। রাসূল (সা.)-এর ও তাঁর পথ অনুসরণে পরিচালিত খোলাফায়ে রাশেদার শাসনামল আজ তাই পৃথিবীর চিরকালের ইতিহাসে শান্তি, সাম্য, ভ্রাতৃত্বের অনুপম দৃষ্টান্ত হিসেবে অক্ষয় হয়ে রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে বিশ্বের মানুষ মুক্তির পথ খুঁজছে। সন্ত্রাস, হানাহানি, সহিংসতা, মানবাধিকার লংঘন থেকে মানুষ পরিত্রাণ চায়। চায় বিশ্বব্যপী শান্তি প্রতিষ্ঠিত হোক। রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানুষের প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। খালিশপুর পশ্চিম থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বুধবার মহানগর কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর পশ্চিম থানা আমীর হাফেজ আবুল বাশার। খালিশপুর পশ্চিম থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালিশপুর পশ্চিম থানা অফিস সেক্রেটারি আব্দুর রব, মো. মোন্তাজুর রহমান প্রমুখ।