শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

বিশ্বের ৩শ’ কোটি মানুষই স্বাস্থ্যকর খাবার পান না  --বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা

২৪ নবেম্বর, ইন্টারনেট : গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, মহামারী বিশ্বজুড়ে জাতীয় কৃষি খাদ্য ব্যবস্থার ভঙ্গুরতাকে ব্যাপকভাবে প্রকাশ করেছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয় এবং সংঘর্ষ আমাদের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় বাড়তি হুমকি তৈরি করেছে। 

এফএও বলেছে, বিশ্বজুড়ে ৩শ’ কোটি মানুষ (মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ) অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগেন অর্থাৎ তারা স্বাস্থ্যকর খাবারের সামর্থ্য রাখেন না। এবং যদি মহামারী পরবর্তী অর্থনৈতিক সংকটের কারণে একটি পরিবারের আয় এক-তৃতীয়াংশ কমে যায় তবে এই সংখ্যা আরেপা ১শ’ কোটি বৃদ্ধি পাবে।

প্রতিবেদনে বলা হয়, আমাদের এখন খুব জরুরি ভিত্তিতে স্থিতিশীল কৃষি-খাদ্য ব্যবস্থা তৈরি করতে হবে। মহামারি পরবর্তী সরবরাহ সংকট, খরা, বন্যা এবং দুর্যোগ মোকাবিলায় দেশগুলোকে কৃষি ও খাদ্য ব্যবস্থায় ভবিষ্যৎ সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ