দূষণে বন্ধ থাকা দিল্লীর স্কুল কলেজ খুলছে সোমবার
২৪ নবেম্বর, ইন্টারনেট : বায়ু দূষণের কারণে দশ দিন আগে বন্ধ হয়ে যাওয়া ভারতের রাজধানী দিলীøর স্কুল, কলেজগুলো আগামী সোমবার থেকে ফের খুলে দেওয়া হচ্ছে। শহরের দূষণ নিয়ে সুপ্রিম কোর্ট কঠোর বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। তবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ‘পরিস্থিতির উন্নতি হলে কিছু নিষেধাজ্ঞা তুলে দিন।’ দিল্লীর পরিবেশমন্ত্রী গোপাল রাই গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, ‘এখন দিল্লির বাতাসের মানের উন্নতি হচ্ছে। স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সোমবার থেকে খুলবে।’ ভারতের রাজধানী শহরের বাতাসের মানের কিছুটা উন্নতি হলেও এটি এখনও ‘খুব দুর্বল’ শ্রেণীতে রয়েছে। দূষিত বাতাস আশেপাশের শহরগুলোতেও ছড়িয়ে পড়ছে। পরিবেশমন্ত্রী গোপাল রাই জানান, সোমবার থেকে দিল্লীর সব সরকারি অফিস ফের খুলছে। সব কর্মীকে তিনি গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তিনি জানান, কর্মীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হবে। গতকাল বুধবার সকালে ভারতের সুপ্রিম কোর্ট দিল্লির চলমান বায়ু দূষণ নিয়ে কঠোর মন্তব্য করেছে। আদালতের তরফে বলা হয়, ‘এটা দেশের রাজধানী। পৃথিবীকে আমরা কোন বার্তা দিচ্ছি তা দেখুন। পরিসংখ্যানের ভিত্তিতে পরিস্থিতি অনুমান করতে হবে এবং আগেভাগেই ব্যবস্থা নিতে হবে যাতে পরিস্থিতি গুরুতর না হয়।