১৬ ডিসেম্বর হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচ
স্পোর্টস রিপোর্টার : এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা একদিন পিছিয়ে গেল। তবে ১৪ ডিসেম্বর ছয়দলের অংশগ্রহণে ঢাকায় শুরু হবে এশিয়ার সবচেয়ে মর্যাদার হকি টুর্নামেন্টটি। ট্রফির সবচেয়ে আকর্ষণীয় এবং আলোচিত ভারত ও পাকিস্তানের লড়াই হওয়ার কথা ছিল ১৬ ডিসেম্বর। কিন্তু বিজয় দিবসে ঢাকায় ভারত-পাকিস্তানের হকি ম্যাচটি নিয়ে প্রশ্ন ওঠায় সূচিতে বদল আনতে উদ্যোগী হয় বাংলাদেশ হকি ফেডারেশন। তাদের আবেদনে সাড়া দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। ফলে আগামী ১৬ ডিসেম্বর ফিকচারে থাকা তিনটি ম্যাচই পিছিয়ে পিছিয়ে দেয়া হয়েছে। এশিয়ান হকির র্যাংঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দল যথাক্রমে ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের বিপক্ষে খেলবে র্যাংঙ্কিংয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশ।ভারত-পাকিস্তান ম্যাচসহ আরো দুটি ম্যাচ এক দিন পিছিয়ে হবে ১৭ ডিসেম্বরে। সূচিতে ১৭ ডিসেম্বর ছিল বিরতি। এখন ওইদিন ভারত- পাকিস্তান, মালয়েশিয়া-জাপান এবং বাংলাদেশ-কোরিয়ার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর তারিখ সময় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।তিনি সাংবাদিকদের বলেছেন,“বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে অনেক দেশের রাষ্ট্রপ্রধান ১৬ ডিসেম্বর ঢাকায় থাকবেন। যে কারণে ভারত ও পাকিস্তানের মতো দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া কঠিন। এ জন্যই আমরা ওই দিনের তিনটি ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলাম। এশিয়ান হকি ফেডারেশন আমাদের আবেদনে সাড়া দিয়েছে।” ২১ ডিসেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচও হবে একই দিনে। ২২ ডিসেম্বর হবে ফাইনাল।