মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

একশত টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট  

স্পোর্টস রিপোর্টার: আগামীকাল থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট। তবে সাগরিকায় ধারণক্ষমতার এক চতুর্থাংশেরও কম দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। টেস্টের জন্য ছাড়া হতে পারে সর্বোচ্চ ৫ হাজার টিকিট। পূর্ব গ্যালারির ওপরের অংশ ক্লাব হাউস (পূর্ব), রুফ টপ হসপিটালিটি ও মিডিয়া সেন্টারের ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ছাড়া বাকি সব গ্যালারির গেট থাকবে বন্ধ। করোনা সতর্কতায় মিরপুরে টি-টোয়েন্টি সিরিজে মিরপুরে পূর্ব গ্যালারির ওপরের অংশে বসে খেলা দেখেছেন বেশিরভাগ দর্শক। নিচের অংশ বন্ধ রাখায় দর্শকরা সামাজিক দূরত্ব বজায় রেখে খেলা উপভোগ করতে পারেননি। চট্টগ্রামেও হয়তো তেমন চিত্রই দেখা যাবে। ২২ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামটির গ্র্যান্ড স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও ক্লাব হাউস (উত্তর) বন্ধ থাকবে। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে স্টেডিয়াম সংলগ্ন বিটাক মোড় ও এম.এ আজিজ স্টেডিয়ামের নির্ধারিত বুথে। টিকিটের সর্বনিম্ন দাম ১০০ ও সর্বোচ্চ দাম ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা এবং রুফ টপ হসপিটালিটির টিকিটের দাম পড়বে ৫০০ টাকা। ঢাকার মতো চট্টগ্রামের ১৮ বা তার ঊর্ধ্ব বয়স্ক দর্শকদের জন্য করোনাভাইরাসের দুই ডোজ টিকা বাধ্যতামূলক করা হয়েছে। মাঠে প্রবেশের সময় গেটে টিকা গ্রহণের সার্টিফিকেট দেখা হবে বলে জানিয়েছে বিসিবি।

 

অনলাইন আপডেট

আর্কাইভ