মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি মেহেদী-আফিফের

স্পোর্টস রিপোর্টার: আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের মেহেদী হাসান ও আফিফ হোসেন। পারফরম্যান্স না করলেও উন্নতি হয়েছে আফিফ (২৯ ধাপ এগিয়ে ৮৫ নম্বর) ও মেহেদীর (৪৬ ধাপ এগিয়ে ২৫৫ নম্বর)। বোলিং র‌্যাংকিংয়ে মেহেদী এগিয়েছেন ছয় ধাপ, এখন তিনি ১২তম বোলার। তরুণ ব্যাটসম্যান হায়দার আলী শেষ ম্যাচে ৩৮ বলে ৪৫ রান করায় ৫৩ ধাপ লাফিয়ে ১৮৪তম। বাংলাদেশের ওপেনার মোহাম্মদ নাঈম তিন ধাপ নিচে নেমেছেন, ২৩ নম্বরে এখন তিনি। অধিনায়ক মাহমুদউল্লাহ এক ধাপ নেমে ৩০তম। ব্যাটিং র‌্যাংকিংয়ের সেরা দশে ঢুকেছেন নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল। সদ্য শেষ হওয়া তিন টি-টোয়েন্টিতে ৭০, ৩১ ও ৫১ রান করেছেন। এতে সেরা দশে ফিরে এসেছেন তিনি। তিন ধাপ উন্নতি হয়ে ব্যাটিং তালিকায় তার অবস্থান দশে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৯ বলে ৬৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা লোকেশ রাহুল এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ধারাবাহিকতা দেখিয়ে দুই ধাপ লাফ দিয়ে ১৩তম ব্যাটসম্যান। নিউ জিল্যান্ড সিরিজে না খেলার প্রভাব পড়েছে বিরাট কোহলির র‌্যাংকিংয়ে। দশের বাইরে ছিটকে গেছেন তিনি, ব্যাটিং তালিকায় ১১তম স্থানে। বাংলাদেশে তিন ম্যাচের সিরিজ খেলে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান শেষ দুটিতে করেন ৩৯ ও ৪০ রান। এই পারফরম্যান্স তাকে এক ধাপ এগিয়ে নিয়ে রেখেছে চার নম্বরে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ