মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

রেটিং পয়েন্ট কমলেও শীর্ষে রয়েছেন বাবর

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত। পেয়েছেন বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ স্কোরারের তকমা। কিন্ত বাংলাদেশের বিপক্ষে খেলতে এসে তেমন ভালো করতে পারেননি তিনি। বাজে ফর্মে থাকার কারণে রেটিং কমে গেছে তার। গতকাল বুধবার (২৪ নভেম্বর) আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে পূর্বের ন্যয় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে রেটিং পয়েন্ট কমে গিয়েছে এ ব্যাটারের। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বাবরের রেটিং পয়েন্ট এখন ৮০৯। বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের অধিনায়কের রেটিং পয়েন্টি ছিল ৮৩৪। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় তার রেটিং পয়েন্ট কমেছে ২৫। দুইয়ে থাকা ডেভিড মালান ও বাবরের মধ্যে এখন মাত্র ৪ পয়েন্টর ব্যবধান। ৮০৫ পয়েন্ট নিয়ে দুইয়ে মালান। তিনে থাকা এইডেন মার্করামের রেটিং পয়েন্ট ৭৯৬। একধাপ এগিয়ে মোহাম্মদ রিজওয়ান এখন পাঁচে। টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। সাকিব আল হাসান রয়েছেন দুইয়ে।

অনলাইন আপডেট

আর্কাইভ