মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

মাঠে ঝালিয়ে নিয়েছে দুই দল

চট্টগ্রাম ব্যুরো : দীর্ঘ আট মাস পর কাল (শুক্রবার) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট টেস্ট ম্যাচ। এই ম্যাচ উপলক্ষে মাঠে ঝালিয়ে নিয়েছেন দুই দল। বুধবার সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুশীলন করেছে সফরকারীরা। বেলা দেড়টা থেকে বিকাল পর্যন্ত অনুশীলন করেছে স্বাগতিকরা। 

টানা তিন ঘণ্টার অনুশীলনে ব্যাটিং- বোলিং- ফিল্ডিং তিন বিভাগেই অনুশীলন করে সফরকারীরা। তবে ব্যাটিং আলাদা নজড় পাকিস্তানের। দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং অনুশীলন করেছেন বাবর আজম, আজহার আলীরা। ওইদিন সবার আগে মাঠে হাজির হন মুশফিকুর রহিম। বিশ্বকাপের ব্যাটিং ব্যর্থতা ঘুচাতেই কিনা আগেভাগেই মাঠে আসেন তিনি। সতীর্থরা না থাকলেও প্রায় এক ঘণ্টা নেটে ব্যাটিং অনুশীলন করেন মুশফিক। দুপুর দেড়টায় মাঠে আসে বাংলাদেশ দল। হালকা ওয়ার্মআপ শেষে নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন তারা। 

এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে অনেকটা চমক হিসেবে রেজাউর রহমান রাজার সঙ্গে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। জাতীয় দলের যেকোনো সংস্করণেই প্রথম বার সুযোগ পেলেন তারা। জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে আজ প্রথম বার বিসিবির ভিডিও বার্তায় হাজির হলেন দুজন। রাজা জানালেন ক্রিকেটার হওয়ার গল্প, আর মাহমুদুল জানালেন, নিজের উচ্ছ্বাসের কথা।

এক ভিডিও বার্তায় মাহমুদুল বলেন, আসলে এ অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার। প্রথম বারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছি। আমি অনেক খুশি। এরপর মাহমুদুল বলেন, ‘জাতীয় লিগে বেশ কয়েকটি ইনিংস ভালো খেলেছি। আমার আত্মবিশ্বাস এখন ভালো আছে। তার আগে এইচপি এবং এ টিমের প্রস্তুতি ম্যাচেও আমি ভালো একটা ইনিংস খেলেছি।

তাই আমি প্রস্তুত আছি, সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য। এখন আসলে তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সুযোগ পেলে আমি আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করব। আরেক ভিডিও বার্তায় রাজা বলেছিলেন,আসলে টেপ টেনিস খেলা থেকে মূলত (ক্রিকেটার হওয়ার) অনুপ্রাণিত হওয়া। এলাকায় টেপ টেনিস খেলতাম। তখন একটা ক্রিকেট বলের টুর্নামেন্ট হয়েছিল। আমি সেখানে খেলতে যাই। বড় ভাইরা আমার বোলিং দেখে বলছিলেন, ‘তোর বোলিং ভালো হচ্ছে, চাইলে স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট প্র্যাকটিস করতে পারিস।

 সেখান থেকেই যাত্রা শুরু রাজার, তো, আমি বড় ভাইদের কথা শুনে অনুশীলনে গেলাম। অনুশীলনে গিয়ে আমার মনে হলো যে, ইনশাআল্লাহ আমি পারব। এভাবেই আসলে আমার ক্রিকেটে আসা। মাহমুদুল ও রেজাউর দুজনই গত কিছুদিনে খেলেছেন বাংলাদেশ ইমার্জিং দল ও এইচপি স্কোয়াডে। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদুল। বাংলাদেশের বিশ্বকাপ জয়ের অভিযানে ব্যাট হাতে দারুণ ভূমিকা ছিল তরুণ এ ব্যাটারের। 

বাংলাদেশ টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াছির আলী রাব্বি, মাহমুদুল ইসলাম জয়, রেজাউর রহমান রেজা, সাকিব আল হাসান (ফিটনেস টেস্টে ফিট না থাকায় প্রথম ম্যাচে খেলছেন না)।

পাকিস্তান টেস্ট দল : বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, আবিদ আলী, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ নেওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, জাহিদ মাহমুদ এবং শাহিন শাহ আফ্রিদি।

২৬ নবেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচ এর মধ্য দিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬২ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট এর আয়োজন।

অনলাইন আপডেট

আর্কাইভ