শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

চতুর্থবার বাচ্চা দিয়েছে সেই মেছো বিড়াল

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে থাকা সেই মেছো বিড়ালটি আবারও বাচ্চা প্রসব করেছে। গত শুক্রবার ভোরে একটি বাচ্চা প্রসব করে মা মেছো বিড়াল। বাচ্চাটি পুরোপুরি সুস্থ রয়েছে। এ নিয়ে চতুর্থ বারের মতো ছয়টি বাচ্চা প্রসব করল মেছো বিড়ালটি। প্রত্যেকটি বাচ্চা প্রাপ্ত বয়স্ক হলেই অবমুক্ত করে দেয়া হয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। সর্বশেষ মেছো বিড়ালের এ বাচ্চাটিকে প্রাপ্ত বয়স্কের আগেই অবমুক্ত করার কথা জানিয়েছেন সেবা ফাউন্ডেশনের পরিচালক। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, আট বছর আগে শ্রীমঙ্গল ভূনবীর এলাকার একটি ধান ক্ষেতে অগ্রাহায়ণ মাসেই দু’টি মেছো বিড়ালের বাচ্চা পড়ে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাচ্চা দু’টিকে উদ্ধার করে নিয়ে আসেন। তখনও বাচ্চা দু’টির চোখ ভালোভাবে ফুটেনি। সেই থেকে বর্তমান সময় পর্যন্ত বাচ্চা দু’টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনেই ছিল। প্রাণীর জোড়াটি প্রাপ্তবয়স্ক হলে প্রথম বছর দু’টি বাচ্চা প্রসব করে। পরবর্তী বছর একটি এবং এর পরের বছর আরও দু’টি বাচ্চা প্রসব করে। আর চলতি বছরও একটি বাচ্চা প্রসব করেছে মা মেছো বিড়াল।

অনলাইন আপডেট

আর্কাইভ