কুরআন মাজীদ অ্যাপ পরিচিতি

সংগ্রাম অনলাইন ডেস্ক: সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এই 'কোরআন মজিদ' অ্যাপ। অ্যাপ স্টোরে এটি পাওয়া যায়। এর রিভিউর সংখ্যা দেড় লাখের মতো। সারা বিশ্বে লাখ লাখ মুসলিম এই অ্যাপটি ব্যবহার করেন। অ্যাপটির নির্মাতা পিডিএমএস কোম্পানি। এতে প্রয়োজনীয় প্রায় সকল ফিচারই দেয়া হয়েছে। এতে আছে একাধিক বাংলা অনুবাদ, তাফসীর ইবনে কাসিরসহ ৪ টি বড় তাফসীর, ৩০ পারা কুরআনের শব্দার্থ, বিষয়ভিত্তিক কুরআন, নূরানি / হাফেজি কুরআনসহ অনেক ফিচার।
Quran Mazid - কুরআন মাজীদ এপের বিস্তারিত ফিচারসমূহঃ
■ ডিজাইনঃ অন্যান্য কুরআন এপের চেয়ে সুন্দর, ক্লিন ও আধুনিক UI/UX ডিজাইন।
■ অনুবাদঃ একাধিক বাংলা অনুবাদ ছাড়াও ইংরেজি, উর্দু অনুবাদ।
■ তাফসীরঃ সম্পূর্ণ তাফসির ইবনে কাসির, তাফসির আবু বকর জাকারিয়াসহ ৪ টি বড় তাফসীর, এরাবিক, ইংরেজি তাফসীর।
■ শব্দে শব্দে কুরআনঃ ৩০ পারা কুরআনের শব্দের বাংলা অর্থ। এছাড়াও আছে ইংরেজি ও ইন্দোনেশিয়ান অর্থ।
■ প্রতিটি শব্দের অডিও উচ্চারণঃ কুরআনের প্রতিটি শব্দের অডিও উচ্চারণ। শব্দে শব্দে কুরআন অন করে প্রতি শব্দের উপর প্রেস করলে উচ্চারণ শোনা যাবে (ইন্টারনেট অন থাকতে হবে)।
■ বিষয়ভিত্তিক কুরআনঃ কুরআনের বিভিন্ন আয়াত বিষয়ভিত্তিকভাবে সাজানো আছে।
■ কুরআন তিলাওয়াতঃ Mp3 অডিও কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। বিখাতি কারী মিশারি আল আফাসি, best quran reciter আব্দুল বাসিতসহ অনেক ক্বারির কুরান তিলাওয়াত। অডিও কুরান তেলোয়াত bangla quran tilawat ডাউনলোড করতে পারবেন ও অফলাইনে কুরান শরিফ শুনতে পারবেন।
■ নূরানি ও হাফেজি কুরআনঃ কলকাতা ফন্টের নূরানি কুরআন ও হাফেজি কোরআন।
■ কুরআন হিফজ অপশনঃ কুরআন মেমোরাইজেশন বা কুরআন হিফজ অপশনের মাধ্যমে কুরআন মুখস্ত করতে পারবেন সহজেই।
■ বুকমার্কঃ ইচ্ছেমত বুকমার্ক করে ফোল্ডার হিসেবে সাজিয়ে রাখা যাবে। এছাড়া বুকমার্কগুলো অনলাইনে সেভ রাখা যাবে।
■ কুরআন সার্চঃ কুরআনের আয়াত, অনুবাদ ও তাফসীর সার্চ করা যাবে।
■ ইন্দোপাক ও উসমানী স্ক্রিপ্টঃ এতে আছে জনপ্রিয় ইন্দোপাক ও উসমানী স্ক্রিপ্টের ফন্ট স্টাইল।
■ অনেকগুলো ফন্টঃ al quran bangla quran সুন্দরভাবে পড়ার জন্য এতে আছে একাধিক আরবি ফন্ট।
■ একাধিক থিমঃ সাদা, সবুজ, বাদামি, গাঢ় নীল থিম।
■ নাইট মোডঃ রাতে পড়ার জন্য এতে আছে নাইট মোড।
■ অটোস্ক্রলঃ নিজে নিজে কুরআন স্ক্রল হতে হতে পড়তে পারবেন।
■ তাজবিদ কালারঃ কুরআনের সঠিক উচ্চারণ নিশ্চিত করতে তাজবিদ কালার দেয়া আছে।
■ কপি / শেয়ারঃ আয়াত ও তাফসীর কপি ও শেয়ার করা যাবে।
■ বাংলা ও ইংরেজি ইন্টারফেসঃ পুরো এপটি বাংলা ও ইংরেজি ইন্টারফেসে দেখা যাবে।
💙 কুরআন ওয়েব সাইট - www.quranmazid.com
💙 হাদিস ওয়েব সাইট - www.ihadis.com