পাক-ভারত সিরিজ নিয়ে তাড়া নেই রমিজের
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা। পিসিবি প্রধানের চেয়ারে বসে প্রত্যাশিতভাবেই প্রশ্ন শুনতে হয়েছে ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে। প্রায় আট বছর ধরে বন্ধ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ভারত-পাকিস্তান সিরিজ। রমিজ জানালেন পাক-ভারত সিরিজ নিয়ে তড়িাহুড়ো নেই রমিজের। তিনি বলেন, ‘এখন সম্ভাবনা নেই। রাজনীতিবিদদের কারণে স্পোটিং মডেলের ক্ষতি হয়েছে। এখন বিষয়টি এক জায়গায় আটকে আছে। আমাদের তাড়া নেই। আমাদের ঘরোয়া ক্রিকেট এগিয়ে নিতে মনযোগী হতে হবে।’ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে কখনই বিশ্বমঞ্চে পাকিস্তান জিততে পারেনি ভারতের বিপক্ষে। এবার জয় দেখতে চান রমিজ, সব ম্যাচ থেকে ওটা বড়। ক্রিকেটারদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে আমার। ওদের বলেছি এ বার চাকা উল্টো দিকে ঘোরাতেই হবে।