সন্ধান মিলেনি মাদরাসা শিক্ষার্থীর
চকরিয়া সংবাদদাতা: চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ওমর ফারুক (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩৬ঘণ্টা পার হয়ে গেলেও এখনও তার খোঁজ পায়নি পরিবার। সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাতামুহুরী নদীর চকরিয়া সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নতুন বাজার পয়েন্টে এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, নদীতে নিখোঁজ ছেলেটি চোরাবালিতে আটকে গিয়েছে। এলাকাবাসীও অনেক খোঁজাখুঁজি করেছেন। না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা নদীতে তিন ঘণ্টার উদ্ধার অভিযান চালায়। এতে তারাও ব্যর্থ হন। নিখোঁজ ওমর ফারুক উল্লেখিত এলাকার জনৈক জয়নাল আবেদীনের ছেলে।