বিস্কুটের প্যাকেটে মিললো ৪৬৫০ পিস ইয়াবা
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম থেকে বাসের যাত্রী হয়ে রাজধানীতে ইয়াবা পাচারের সময় একজনকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে হোসাইন আহমেদকে (২১) আটক করে র্যাব-৩ এর একটি দল। র্যাব-৩ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় মাদক ব্যবসায়ী চক্র একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় আসামীর ব্যাগ তল্লাশি করে বিস্কুটের প্যাকেটের ভেতর থাকা ৪৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।