প্রাণের ফুসফুস সিআরবি লুটেরাদের হাতে চলে যাবে!

চট্টগ্রাম ব্যুরো : সিআরবি নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র যদি বাস্তবায়িত হয়, তবে চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা প্রাণের ফুসফুস খ্যাত সিআরবি লুটেরা গোষ্ঠীর হাতে চলে যাবে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সিআরবি একটি সাংস্কৃতিক ঐতিহ্য স্মারক। এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও বৈভব হানি করে হাসপাতাল তো নয়, ইট-পাথরের কোন স্থাপনা গড়ে তুলতে দেয়া হবে না। সিআরবিতে যে ধরনের হাসপাতাল নির্মাণের কথা বলা হচ্ছে সেখানে আমাদের মতো শিক্ষকদের চিকিৎসা হবে না। আমাদের চিকিৎসা করতে যেতে হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তাই আমরা দ্ব্যর্থহীন কন্ঠে জানাতে চাই, চট্টগ্রাম মেডিকেলের উপর চাপ কমাতে হলে প্রয়োজন সরকারি হাসপাতাল। বেনিয়া গোষ্ঠীর তৈরি কোন বেসরকারি হাসপাতাল নয়। তবে সিআরবির প্রাণ প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণ হতে পারে না। সিআরবিতে কোন হাসপাতাল হলে আশেপাশের তিন চার কিলোমিটার জায়গা পরিবেশ দূষণে ভরে যাবে। আমরা শিক্ষকরা সবসময় ছাত্রদের সচেতন করি, দেশপ্রেম শিখাই। সেই শিক্ষকরা কখনো অন্যায়কে মেনে নিতে পারে না। সংবিধান লংঘন করে সিআরবিতে হাসপাতাল নির্মাণের চেষ্টা আমরা শিক্ষক সমাজ এবং আমাদের হাজার হাজার হাজার শিক্ষার্থীরা কখনোই মেনে নেবো না। গতকাল সিআরবিতে নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ এবং প্রতিবাদী সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম এবং বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম নেতৃবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন, আমাদের দুটো দাবি। এক. সিআরবিতে কোন হাসপাতাল হবে না। দুই. হাসপাতাল যদি করতেই হয়, তবে সরকারি হাসপাতাল হতে পারে, যেখানে বড়ো কষ্টে দিনাতিপাত করা আমরা শিক্ষকরা চিকিৎসা নিতে পারবো। শিক্ষক নেতা অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকবিশিস কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক উত্তম চৌধুরী, বিভাগীয় সভাপতি অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য, বিভাগীয় সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ বশির উদ্দিন, জেলা সভাপতি অধ্যক্ষ নূরুল আবছার, মহানগর সভাপতি অধ্যক্ষ আলম আরা বেগম, অধ্যক্ষ হাসিনা বেগম, অধ্যাপক সাইফুদ্দিন মোর্শেদ, অধ্যাপক মো. রফিক উদ্দিন, নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ ইউনুস প্রমুখ।
সিআরবি রক্ষায় আইনজীবী সমিতির গণস্বাক্ষর কর্মসূচি : চট্টগ্রামের স্বার্থে সিআরবির প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে হবে সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, চট্টগ্রামের স্বার্থে সিআরবির প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে হবে। সিআরবির মতো একটি সংরক্ষিত এলাকা নষ্ট করার অধিকার কারো নাই। সিআরবি আমাদের প্রাণ। প্রাণ ছাড়া চট্টগ্রাম বাচবে না। সিআরবির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে-শহিদের কবরের উপরে চট্টগ্রামবাসী কোনো প্রাইভেট হাসপাতাল চায় না। সিআরবি রক্ষায় নাগরিক সমাজ চট্টগ্রামে চলমান প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে ২৪ মে আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে আইজীবীদের উপস্থিতিতে সি আর বি রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ড. অনুপম সেন এসব কথা বলেন। ড. অনুপম সেন আরো বলেন, শতবর্ষী বৃক্ষরাজী পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্য ম-িত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারা কোনভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ্এডভোকেট এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.এইচ.এম জিয়াউদ্দিনের সঞ্চালনে অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব এড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান ডাঃ মাহাফুজুর রহমান, ডাঃ ইদ্রিছ আলী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট, মুজিবুল হক, এডভোকেট শেখ ইফতেখার সাইমুন চৌধুরী , এডভোকেট রতন কুমার রায় , এডভোকেট বদরুল আনোয়ার চৌধুরী প্রমুখ।