শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
Online Edition

প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ আর নেই

গাইবান্ধা সংবাদদাতা: না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক সুন্দরগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শিশু সংগঠক, ক্রীড়া সংগঠক, সাহিত্যিক এবং গাইবান্ধা বারের সিনিয়র এ্যাডভোকেট প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মিয়া গতকাল শনিবার দুপুর দেড়টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ১৯৫৯ সালের ১ জানুয়ারি উপজেলার দহবন্দ ইউনিয়নের আরাজী দহবন্দ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইমান উল্লাহ মিয়া এবং মাতা হাজিরান নেছা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ