মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
Online Edition

করোনা উপসর্গ নিয়ে বাগাতিপাড়ায় এক বৃদ্ধের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: করোনার উপসর্গ শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২০ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাস কষ্ট নিয়ে তার মৃত্যু হয়। মৃত বৃদ্ধ উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর গ্রামের বাসিন্দা ইনসার আলী (৫১)।
স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার সূত্রে জানা যায়, ইনসার বেশ কয়েকদিন থেকে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্টের মাত্রা রোববার সকালে বেশি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুজ্জামান স্বচ্ছ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে রামেক এ নেয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান।

অনলাইন আপডেট

আর্কাইভ