৬ দিনে বিষপানে ৭ জন হাসপাতালে ॥ আগৈলঝাড়ায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : দারিদ্র্য, পারিবারিক-দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতার কারণে বরিশালের আগৈলঝাড়ায় বেড়েছে আত্মহত্যার প্রবণতা। গত ৬ দিনে আত্মহত্যা করতে গিয়ে বিষপান করে উপজেলা হাসপাতালেই চিকিৎসা নিয়েছে ৭ জন। এদের মধ্যে স্কুলছাত্রী, কলেজ ছাত্র ও গৃহবধূরা রয়েছে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের নওপাড়া গ্রামের নিত্যানন্দ রায়ের ছেলে নয়ন রায় (১৮) পাশের বাড়ির এক মেয়ের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। পরিবার থেকে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় নয়নকে মুমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার বিকেলে উপজেলার কোদালধোয়া গ্রামের নিতাই দাসের মেয়ে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী অনামিকা দাস (১১) পড়াশুনা না করায় গালমন্দ করেন পিতা।