বুধবার ০৪ অক্টোবর ২০২৩
Online Edition

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতেছেন কেন উইলিয়ামসন। গত ছয় বছরের মধ্যে চতুর্থবার দেশটির সেরা ক্রিকেটার মনোনীত হয়েছেন তিনি। এছাড়া এবার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও প্রথম শ্রেণির ক্রিকেটে বর্ষসেরা ব্যাটসম্যানের স্বীকৃতিও পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের প্রথম মৌসুমেই বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ডেভন কনওয়ে। নারী ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার এমি স্যাটার্থওয়েট, বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার এমিলিয়া কার। ২০২০-২১ মৌসুমের বিজয়ীদের নাম গতকাল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হয়েছেন অলরাউন্ডার ড্যারিল মিচেল।

অনলাইন আপডেট

আর্কাইভ