রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

ছিনতাই হওয়া মাইক্রোবাস  উদ্ধার

 

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে ছুরিকাঘাত করে মাইক্রোবাস ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পীরগঞ্জ থেকে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ ছিনতাইকারী দলের সদস্য কাওছার নামক এক ব্যাক্তিকে আটক করেছে এবং আহত চালককে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত চালক লুৎফর রহমান বলেন, চারজন ব্যক্তি যাত্রী সেজে ঢাকার কালিয়াকৈর থেকে মাইক্রোবাস ভাড়া নিয়ে গতকাল শুক্রবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে আসে। ওই গাড়িটি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ আব্দুল¬াপাড়া নামক স্থানে পৌছিলে চালককে পেছন থেকে এলোপাতারী ছুরিকাঘাত করে রাস্তার পার্শ্বে ফেলে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। আহত চালক লুৎফর রহমান (৩৫), ঢাকা জেলার কালিয়াকৈর এলাকার সাহেব মিয়ার ছেলে বলে জানা গেছে। ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, স্থানীয় লোকজনের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পুলিশকে বিষয়টি অবগত করে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ