নারীকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুরে রঙ্গিলা খাতুন (৩৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ মার্চ) বেলা ১১টায় মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলের পার্শ্ববর্তী একটি তামাক ক্ষেতের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রঙ্গিলা খাতুন কুষ্টিয়ার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের মেয়ে এবং একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, তিন সন্তানের জননী রঙ্গিলা খাতুন গত শনিবার বিকেলে মাঠে তার ছাগল আনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে প্রতিবেশী আরিফুল ইসলাম মাঠে ঘাস কাটতে গেলে তামাক ক্ষেতের ভেতরে রঙ্গিলা খাতুনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।