মেলান্দহে জামায়াতের আলোচনাসভা
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে মহান স্বধীনতার ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে ১০ মার্চ বুধবার বেলা ৩টার দিকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহের স্থানীয় এক মিনায়তনে উপজেলা নায়েবে আমীর মাওঃ মো. শফিকুল ইসামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামায়াতের জেলা সহ- সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, জেলা মিডিয়া বিষয়ক সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য মো. জাকিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওঃ মো. হারুনুর রশিদ, পৌর আমীর মাওঃ মো. আবু তালেব বক্তব্য রাখেন ।
সভায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলার সকল ইউনিয়নে এ বছরের মার্চ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।