সংক্ষিপ্ত সংবাদ
পুরস্কার বিতরণী
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের বন্দর বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধানশিক্ষক যোগেন চন্দ্র রায় স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২০ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রাক্তন ছাত্রদের সংগঠন বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশন এ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।
ফ্রি মেডিকেল ক্যাম্প
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায় ও দরিদ্রদের চিকিৎসা সেবা দিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রামে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
রক্তদান
সাপাহার (নওগাঁ): মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু, তারই পেক্ষিকে সামাজিক সংগঠন সাপাহার ব্লাড এক্সপ্রেস মানুষের জীবন বাঁচাতে রক্ত সংগ্রহ করে রক্ত প্রাপ্তি ১৫০ জন মানুষকে দিয়ে নজিরবিহীন ঘটনা সৃষ্টি করলো।
সেমিনার
সুবর্ণচরে খাস জমি বন্দোবস্ত নারী ও ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় নোয়াখালী সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ে সেমিনার। সোমাবার (৮মার্চ ) বেলা ১১ টায় চরজুবিলী পরিষ্কার বাজারস্থ নিজেরা করি হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘নিজেরা করি চরজব্বার অঞ্চল'।
মোংলা
মোংলা বন্দরের পশুর চ্যানেলের ইনারবার (অভ্যন্তরীণ) এলাকার ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে । এ ড্রেজিং কাজের উদ্বোধন করেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বন্দরের আউটারবার (বহিঃনোঙ্গর) ইতোমধ্যে ড্রেজিং কাজ সম্পন্ন হয়েছে। তবে ইনাবারে (অভ্যন্তরীণ) নাব্যতা সংকটের কারণে কন্টেইনারবাহী ৯.৫০ মিটার ড্রাফটের জাহাজ মোংলা বন্দর জেটিতে সরাসরি প্রবেশ করতে পারে না। তাই বন্দরের জেটিতে স্বাভাবিক জোয়ারে ৯.৫০ মিটারের অধিক ড্রাফটের জাহাজ আনার জন্য চ্যানেলের জয়মনিরগোল হতে বন্দর জেটি পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার এলাকা ড্রেজিংয়ের মাধ্যমে ২১৬.০৯ লক্ষ ঘনমিটার ড্রেজিং করা হবে।
কর্মশালা
শেরপুর : ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ট্রেডক্রাফট এক্সচেঞ্জ ও আরডিএস এর বাস্তবায়নাধীন ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে স্থানীয় কর্তৃপক্ষ, উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযোগ তৈরি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশন, শেরপুর জেলা শাখার সভাপতি মো. ইন্তাজ আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন।