রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

সম্পত্তির বিরোধের জের ধরে খুন

কুমিল্লা অফিস : কুমিল্লায় বরুড়ায় ভাতিজাদের হাতে খুন হয়েছে চাচা মো. শাহজাহান (৫৫)। শনিবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার আদ্রা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত মো. শাহজাহান ওই গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান মিয়া ও সহোদর সোলেমান মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আগামী শুক্রবার এলাকায় সালিশ বৈঠক হওয়ারও কথা ছিল।

তবে শনিবার দিবাগত রাতে সোলেমান মিয়া, তার স্ত্রী মমতাজ বেগম এবং ছেলে শরীফ, মাসুদ, রুবেল, জুয়েল ও সজিব শাহজাহানের ঘরের দরজায় ধাক্কা দেয়। এসময় নিহতের স্ত্রী দরজা খুললে তারা ঘরে ঢুকে শাহজাহানকে প্রথমে লাঠি ও পরে ছুরিকাঘাতে মারাত্মক আহত করে। পরে এলাকাবাসী ছুটে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

এসময় এলাকাবাসীর সহযোগিতায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক শাহজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে প্রতিবেশীরা ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়।

রোববার (১৪ মার্চ) দুপুরে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ