দেশে এক বছরে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৮ হাজার, শনাক্ত সাড়ে ৫ লাখ

সংগ্রাম অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৬০৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দেশে সংক্রমণ শনাক্তের এক বছরের মাথায় আজ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়াল।
এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ৮ হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে। আর মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩ হাজার ৩ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে বেশ কয়েক ধাপ বাড়ানোর পর আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হচ্ছে স্কুল-কলেজ।