বরগুনায় আওয়ামী লীগের কমিটি গঠনের একদিন পরই স্থগিত ঘোষণা
সংগ্রাম অনলাইন ডেস্ক: বরগুনার পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণার একদিন পরই তৃণমূল নেতা কর্মীদের অভিযোগের ভিত্তিতে নতুন কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বরগুনা জেলা আওয়ামী লীগ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পূর্বের কমিটিকে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্যও বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্বে, অনিয়ম, পক্ষপাতিত্ব, রাজাকার পরিবারের সন্তানদের পদ-পদবী দেবার অভিযোগ এনে তৃণমূলের কর্মীরা জেলা আওয়ামী লীগের নিকট লিখিত অভিযোগ করেন।
বরগুনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুবল তালুকদার, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের ২ মার্চ রাতে ঘোষিত ইউনিয়ন ও পৌর কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত সিদ্ধান্তের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়ে বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সাথে আলোচনা করি। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের জরুরী সভায় পূর্ববর্তী কমিটিকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবার জন্য বলা হয়।
পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যাড. জাবির কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণার বিষয়ে বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি, তবে লিখিত কোন সিদ্ধান্ত আমরা এখনো পাইনি।
ডিএস/এএইচ