গভর্নর, দুদক চেয়ারম্যান ও বিএসইসি চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

সংগ্রাম অনলাইন ডেস্ক: পিপলস লিজিং কেলেংকারি ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও বিএসইসির চেয়ারম্যানকে আগামী ৯ মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে।
এর আগে দুই কার্যদিবসে পিপলস লিজিংয়ের শতাধিক ঋণখেলাপি হাইকোর্টে হাজির হয়ে তারা ঋণখেলাপি হওয়ার ব্যাখ্যা দেন।
পিপলস লিজিংয়ে আমাতন রাখা ব্যক্তিদের কিভাবে টাকা ফেরত দেওয়া যায়, সে বিষয়ে মতামতের জন্য সরকারি এ তিন প্রতিষ্ঠানের বক্তব্য শুনবেন হাইকোর্ট।
ওই দিন বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হাইকোর্ট তাদের বক্তব্য শুনবেন।
এছাড়া সুইস ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে টাকা পাচারকারীদের পরিচয় ও জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও তাদের কাছে জানতে চাওয়া হবে বলেও জানা গেছে। এই সময় আদালতে অন্য কাউকে না থাকার জন্য অনুরোধও জানিয়েছেন উচ্চ আদালত।