যুক্তরাষ্ট্রের প্রতিবেদন অগ্রহণযোগ্য

২৭ ফেব্রুয়ারি, রয়টার্স : জামাল খাশোগিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনকে পুরোপুরি ‘নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য’ মূল্যায়ন বলে উল্লেখ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালে হত্যা করার অনুমোদন দেন সৌদি য্বুরাজ মোহাম্মদ বিন সালমান। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রকাশ করা এই প্রতিবেদনে বলা হয়েছে, খাশোগিকে আটক কিংবা হত্যার একটি পরিকল্পনা অনুমোদন করেন তিনি। ইস্তানবুলের সৌদি দূতাবাসে যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিককে খুনের সঙ্গে সম্পৃক্ততার কথা জোরালোভাবে অস্বীকার করে আসছেন যুবরাজ।
তবে যুবরাজের বিরুদ্ধে খুনের অভিযোগ মানতে নারাজ সৌদি আরব। একে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে তারা। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’তে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, ‘সৌদি আরবের নেতৃত্বকে জড়িয়ে এ প্রতিবেদনে যে মূল্যায়ন উপস্থাপন করা হয়েছে, তা পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছে সরকার। এ প্রতিবেদনে যে তথ্য ও উপসংহার হাজির করা হয়েছে তা অযথার্থ।’ ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অপরাধটি এমন একদল ব্যক্তির দ্বারা সংঘটিত হয়েছিল যারা সমস্ত প্রাসঙ্গিক নিয়ম লঙ্ঘন করেছে। এ ধরনের ঘটনা যেন আর কখনও না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সৌদি নেতৃত্ব।’