ওয়ারীতে শিশুকে গলা কেটে হত্যা
সংগ্রাম অনলাইন ডেস্ক: রাজধানীর ওয়ারী পদ্ম নিধি লেনের একটি সাত তলা ভবনের ছয় তলার একটি রুম থেকে হাসান (১২) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে ওয়ারী থানা পুলিশ।
বুধবার রাতে যে কোন সময় ঘটনাটি ঘটে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওয়ারী থানার এস আই আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আমারা খবর পেয়ে ওয়ারীর থানাধীন পদ্মনিধি লেন ৮/১/এ সাত তলা ভবনের ছয় তলার একটি রুমে গলাকাটা অবস্থা দেখতে পাই। পরে আমরা গিয়ে মৃতদেহ উদ্ধার করি।
তিনি আরো জানান ,ধারণা করা হচ্ছে কে বা কাহারা তাকে হত্যা করে পালিয়ে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এসআই আরও জানান, বাসার লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাসান গতকাল বিকেলে বাসায় একাই ছিল। কয়েকজন যুবক চুরি করার উদ্দেশে বাসায় ঢুকে হাসানকে একা পেয়ে গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা নিয়ে গেছে।
এই ঘটনায় সোহেল নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।