শুরু হয়েছে বইমেলার স্টল নির্মাণের কাজ

সংগ্রাম অনলাইন ডেস্ক: শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে জনা বিশেক নির্মাণশ্রমিক সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্বে বসে আছেন। তাদের সবার হাতে শাবল। তাদের সামনে লম্বা একটি সুতা বাঁধা। সরদার গোছের একজন তাদের উদ্দেশে সংক্ষেপে কি কাজ করতে হবে তা বুঝিয়ে দিলেন। এক সঙ্গে তাল মিলিয়ে শাবল দিয়ে গর্ত খোঁড়া শুরু হলো। এ দৃশ্যপট মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার।
আগামী ১৮মার্চ অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষে বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ ছাড়াও অন্যান্য বছরের মতো এ বছরও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্টল নির্মিত হচ্ছে। গত কয়েকদিন ধরে উদ্যানে বড় বড় বাঁশের চালান এনে জড়ো করা হচ্ছে।