চকরিয়ায় সেনাবাহিনীর ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন
প্রকাশিত: মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট সংস্করণ
চকরিয়া সংবাদদাতা: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভার আয়োজনে পুরাতনবন্দরস্থ সেনা ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনী (৩৯-ব্যাটালিয়ন) এর সার্বিক তত্ত্বাবধানে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২১ ডিজিটাল রেজিষ্ট্রেশন ও দৌড় প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এসময় বাংলাদেশ সেনাবাহিনী (৩৯-ব্যাটালিয়ন) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।