মাইলস্টোন কলেজে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বাঙালির গৌরব, সংগ্রাম আর আত্মত্যাগময় এক অভূভপূর্ব দিন অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। বৈশ্বয়িক কোভিড মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় এবছর দিবসটি পালন করা হয়। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা ভাষাবীরদের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানোর দিনে মাইলস্টোন কলেজ গৃহীত কর্মসূচীর মধ্যে ছিলোÑকালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ এবং ভার্চুয়াল আলোচনা সভা।
এ উপলক্ষে দিনের প্রথম প্রভাতে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাবীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.), স্থায়ী ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, মাইলস্টোন প্রিপারেটরি কে.জি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত আলম এবং কলেজের প্রশাসন বিষয়ক পরিচালক মো. মাসুদ আলম। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে মাইলস্টোন কলেজ আয়োজন করে বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা। আলোচনা সভায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের উদ্দেশে কথা বলেন, মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.), স্থায়ী ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম। ভার্চুয়াল আলোচনা সভায় তারা বলেন, ১৯৫২ সালের এই দিন মাতৃভাষার দাবিতে বাঙালির বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। রক্তের দামে আসে মাতৃভাষার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। আমাদের গর্ব আর শোকের দিনটি আজ সারা পৃথিবীতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যা আমাদের জাতীয় জীবনের এক অনন্য অর্জন। প্রেস বিজ্ঞপ্তি।