কষ্টের জয়ে ব্যবধান কমাল রিয়াল
অনভিজ্ঞ আক্রমণভাগ নিয়ে খুব ভুগল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে লক্ষ্যে রাখতে পারল না একটা শটও। দ্বিতীয়ার্ধেও খেলায় হলো না খুব একটা পরিবর্তন। তবে দারুণ এক হেডে ব্যবধান গড়ে দিলেন কাসেমিরো। রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে কষ্টের জয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল জিনেদিন জিদানের দল।প্রতিপক্ষের মাঠে গত শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে রিয়াল। ভাইয়াদলিদের বিপক্ষে তারা টানা তিন ম্যাচ জিতল একই ব্যবধানে।চোটের জন্য আক্রমণ ও রক্ষণে যথেষ্ট শক্তি হারিয়েছে রিয়াল। ভাইয়াদলিদের বিপক্ষে দলটি প্রবলভাবে অনুভব করেছে অভিজ্ঞ ডিফেন্ডার সের্হিও রামোস ও স্ট্রাইকার করিম বেনজেমার অভাব। অবনমন অঞ্চলে থাকা ভাইয়াদলিদ খুব বেশি সুযোগ পায়নি। তবে এর মধ্যেও অন্তত দুইবার তারা কঠিন পরীক্ষায় ফেলে থিবো কোর্তোয়াকে। বেলজিয়ান গোলরক্ষকের দৃঢ়তায় টানা তৃতীয় ম্যাচে জাল অক্ষত রাখে রিয়াল। বল দখলে শুরু থেকে রিয়াল দাপট দেখালেও প্রথম সুযোগ পায় ভাইয়াদলিদ। ষষ্ঠ মিনিটে ডাবল সেভে সফরকারীদের ত্রাতা কোর্তোয়া। ফাবিয়ান ওরেয়ানার শট ফেরানোর পর সাইদি ইয়ানকোর শট ক্রসবারের উপর দিয়ে পার করে দেন তিনি। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারাচ্ছিলেন মার্কো আসেনসিও, ভিনিসিউস জুনিয়র, মারিয়ানো দিয়াসরা। এরপরও ২৩ ও ৩০তম মিনিটে দুইবার জালে বল পাঠান মারিয়ানো। তবে দুবারই অফসাইডের জন্য গোল মেলেনি।৩৯তম মিনিটে গোলরক্ষকের হ্যান্ডবলে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় রিয়াল। মাত্র ৮ গজ দূর থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি কাসেমিরো।দ্বিতীয়ার্ধের শুরুতে আবার লক্ষ্যভ্রষ্ট হেডে দলকে হতাশ করেন কাসেমিরো। ৫৪তম মিনিটে নিজেদের ডি বক্সে ফেরলঁদ মঁদির ব্যাখ্যাতীত ক্রসে বিপদে পড়তে বসেছিল রিয়াল। ওরেয়ানার ভলি কোনোমতে ব্যর্থ করে দেন কোর্তোয়া। ইন্টারনেট।