৯৮ বছর পর লজ্জার রেকর্ডে লিভারপুল

ঘরের মাঠ অ্যানফিল্ডকে দুর্গ বানিয়ে ফেলেছিল লিভারপুল। গর্বের অ্যানফিল্ডে কত রেকর্ডই না গড়েছে অলরেডরা। ঘরের মাঠে টানা ৪ লীগ ম্যাচে হেরে লজ্জার রেকর্ডের তেতো স্বাদ পেয়েছে ছন্দ হারানো লিভারপুল। মার্সিসাইড ডার্বিতে শনিবার রাতে এভারটনের কাছে ২-০ গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৯২৩ সালের পর প্রথমবার ঘরের মাঠে টানা ৪ লীগ ম্যাচ হারলো লিভারপুল। মার্সিসাইড ডার্বিতে ২০১০ সালের পর প্রথমবার জয় পেলো এভারটন। আর অ্যানফিল্ডে লীগ ম্যাচে এভারটন জয়ের স্বাদ পেলো ২২ বছর পর।
লীগ ম্যাচে সর্বশেষ তারা লিভারপুলকে ঘরের মাঠে হারিয়েছিল ১৯৯৯ সালের সেপ্টেম্বরে।তৃতীয় মিনিটেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। এভারটন গোলরক্ষক পিকফোর্ডের দারুণ নৈপুণ্যে ম্যাচের ফেরার চেষ্টা করেও ব্যর্থ লিভারপুল। অলরেডদের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় ৮৩ মিনিটে। সফল স্পটকিক থেকে ব্যবধান বাড়ান গিলফি সিগুর্ডসন। ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ৪ ম্যাচ হারলো লিভারপুল। ১৮ বছর পর টানা চার লীগ ম্যাচে হারের তেতো স্বাদ পেলো দলটি। সর্বশেষ অলরেডরা এমন লজ্জার রেকর্ড গড়েছিল ২০০২ সালে। ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইয়ুর্গেন ক্লপের দল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে সাতে এভারটন। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ৪৬ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে এবং লেস্টার সিটি রয়েছে তৃতীয় স্থানে। ইন্টারনেট।