চীনে নকল টিকা তৈরির অভিযোগে মূল হোতাসহ গ্রেপ্তার ৭০
সংগ্রাম অনলাইন ডেস্ক: চীনে করোনা ভাইরাসের নকল টিকা প্রস্তুতকারী একটি দলের মূল হোতা কং-সহ ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশজুড়ে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সারাদেশে এ সংক্রান্ত আরো ২০ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার চীনের সংবাদ সংস্থা জিনওয়া জানিয়েছে, আসল টিকার মোড়কে স্যালাইন এবং খাবার পানি দিয়ে নকল টিকা তৈরী করতো দেশটির একটি দল। টিকার আসল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোরই একটা গোপন অংশ এই নকল টিকা প্রস্তুত করতো।
গত বছরের নভেম্বরে ৬শ' ব্যাচ নকল টিকা হংকং হয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। সেখানে এগুলো চড়া মূল্যে বিভিন্ন হাসপাতালে এবং গ্রাম্য ডাক্তারদের কাছে বিক্রি করা হয়েছে।
গত বছর আগস্ট থেকেই এইসব টিকা পাচার করে ২৭ লাখ মার্কিন ডলারের বেশি আয় করেছে দলটি।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।