অমর একুশে গ্রন্থমেলা মার্চে

সংগ্রাম অনলাইন ডেস্ক: অনেক জল্পনা শেষে অমর একুশে গ্রন্থমেলা (বইমেলা) শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ মার্চ শুরু হচ্ছে মেলা।
আজ সোমবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এ তথ্য জানান।
করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় এ বছরের অমর একুশে গ্রন্থমেলা বাতিলের পরিকল্পনা করছিল বাংলা একাডেমি।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে বইমেলা করার অনুমতি মিলেছে। তবে এবার মেলা প্রতিবছরের মতো ফেব্রুয়ারিতে হচ্ছে না। এ বছরের মেলাটি হবে মার্চে।
হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘করোনা ঝুঁকির কারণেই মেলা পিছিয়ে গেল। সবকিছু বিবেচনায় এবারের মেলা শুরু হবে ১৮ মার্চ। আশা করি, মেলাকে ঘিরে আনন্দ কমবে না।’
মেলা মার্চে শুরু হলেও আগেরও মতো এক মাস মেলা চলবে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
হাবীবুল্লাহ সিরাজী আরও বলেন, আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা। তবে এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব।
তিনি জানান, প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।
ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। ১৯৮৩ সালে মনজুরে মওলা যখন বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, তখন তিনি বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার উদ্যোগ নেন। কিন্তু শেষ পর্যন্ত বইমেলা করা সম্ভব হয়নি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।