জার্মানির লকডাউন নিয়ে হতাশা বিশেষজ্ঞদের
২০ জানুয়ারি, ডের স্পিগেল : জার্মানিতে কঠোর লকডাউন দিয়েও করোনাভাইরাসের সংক্রমণ কমানো যাচ্ছে না। সে জন্য জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও রাজ্যগুলোর প্রধানেরা লকডাউন বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। ক্রমবর্ধমান সংক্রমণের কারণ জানতে জার্মানিসহ ইউরোপের ১৩ জন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনায় বসেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও রাজ্যপ্রধানেরা। জার্মানির পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সব বিশেষজ্ঞই জার্মানির চলমান লকডাউন নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেন, করোনা ভাইরাসে যুক্তরাজ্যের নাজেহাল দশা থেকে জার্মানির শিক্ষা নেওয়া উচিত। ক্রিসমাস ও নববর্ষের ছুটির সময় লকডাউন থাকলেও অনেকেই তা আমলে না নেওয়ার কারণে এই সংক্রমণের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।