বঙ্গবন্ধু গোল্ডকাপে বাফুফের পছন্দ ফিলিস্তিন ও মালদ্বীপ
স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু গোল্ডকাপে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপকে আমন্ত্রণ জানাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এদিকে বিশ্বকাপ বাছাই ফুটবলের গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ ওমানে গিয়ে খেলার প্রস্তাবে এখনো রাজি নয় বাফুফে। ওমান গিয়ে বিশ্বকাপ বাছাই খেলতে বাংলাদেশ রাজি না হলেও বাকী দেশগুলোর সম্মতি রয়েছে বলে গুঞ্জন রয়েছে।মুজিববর্ষ সামনে রেখে করোনা মাঝেও ব্যস্ত সময় কাটাছে দেশের ফুটবল। পরিকল্পনা আন্তর্জাতিক ব্যস্ততার জন্য। কিন্তু তা চূড়ান্ত করা যাচ্ছে না বিশ্বকাপ বাছাইয়ের বাকী তিন ম্যাচের ভেন্যু চূড়ান্ত না হওয়ায়। ওমানের প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ।তবে ফিফা-এএফসির সিদ্ধান্তের উপর হাত নেই বাফুফের। সেই সম্ভাবনাই সত্যি হবার গুঞ্জন, গ্রুপের বাকী তিন দেশ ভারত, আফগানিস্তান আর কাতারের রাজি হবার খবরে। তাহলে বাংলাদেশ কি করবে? তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এএফসির দিকে তাকিয়ে বাংলাদেশ।গ্রুপের অপর দলগুলো যদি ওমানে খেলতে রাজি হয় সেক্ষেত্রে সেখানে গিয়ে খেলতে হবে বাংলাদেশ দলকে।এদিকে আগামী মাসেই জাতীয় দলের ক্যাম্প শুরু করতে চায় জেমি ডে। বিশ্বকাপ বাছাইয়ের খেলা ছাড়াও রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। নতুন বছরের প্রথম মিশন বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে ইতিমধ্যে কাজ শুরু করছে বাফুফে। আর্থিক নিশ্চয়তা মিললেই দলগুলোকে জানানো হবে আমন্ত্রন।হেড কোচ জেমি ডে আর সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস ইতোমধ্যেই ঢাকায় এসেছেন।বর্তমানে তারা কোয়ারেন্টিনে রয়েছেন।বিশ্বকাপ বাছাই ম্যাচ যেখানেই হোক ঢাকাতে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ।