চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে স্ত্রী উম্মে সালমা (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার ভিমরুল্লা জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। উম্মে সালমা নাটোর জেলার নজরপুর গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। তারা দুজনই চুয়াডাঙ্গা দর্শনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে চাকরি করেন। চাকরি সুবাদে তারা দুজনই চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াতে ভাড়া বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে উম্মে সালমা দর্শনা কর্মস্থল থেকে মোটর সাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড়স্থ ভাড়া বাসায় ফিরছিলেন। পথে শহরের ভিমরুল্লা জেলা কারাগারের সামনের গতিরোধক অতিক্রম করার সময় স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান উম্মে সালমা।