ইথিওপিয়ায় সন্ত্রাসী হামলায় শিশুসহ ৮০ জন নিহত
১৪ জানুয়ারি, ইন্টারনেট : ইথিওপিয়ায় সন্ত্রাসী হামলায় শিশুসহ ৮০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত মঙ্গলবার ভোরে সুদান সীমান্তের কাছে বেনিসানগুল গুমুজ অঞ্চলে এ ঘটনা ঘটে। বুধবার দেশটির মানবাধিকার কমিশনের মুখপাত্র অ্যারন ম্যাশো জানান, হামলাকারীদের কাউকে এখনো চিহ্নিত করা যায়নি। এদিকে, এখন পর্যন্ত কোনো গ্রুপ এই হত্যার দায় স্বীকার করেনি।
২০১৮ সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ দায়িত্ব নেয়ার পর থেকে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষ চলছে। এই সহিংসতায় এরইমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। স্থানান্তরে বাধ্য হচ্ছে অনেক মানুষ।