প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরার শুভ সূচনা

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শুভ সূচনা করেছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।গতকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছে সদ্য সমাপ্ত ফেডারেশন কাপের শিরোপা জয়ী দলটি। বিজয়ী দলের আর্জেন্টাইন রাউল অস্কার ৪৫ মিনিটে প্রথম গোলটি করেছেন। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন ইব্রাহিম।
মৌসুমের প্রথম টুর্নামেন্ট পার করার পর অবশেষে গোলের মুখ দেখা পেয়েছে বসুন্ধরা কিংসের কোনো স্থানীয় ফুটবলার। সর্বশেষ জাতীয় দলে এই ক্লাবের ১০ ফুটবলার থাকলেও কারো কাছ থেকে দর্শক গোল দেখেনি ফেডারেশন কাপে। একটি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে অথচ স্থানীয় কারো গোল নেই- বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এটি নজিরবিহীন ঘটনা।ফেডারেশন কাপ জিততে বসুন্ধরা করেছে ১০ গোল। ৫টি আর্জেন্টানাইন রাউল অস্কার বেচেরার, দুটি করে ব্রাজিলের জোনাথন ফার্নান্দেজ ও রবসন সিলভার। আরেকটি গোল তদের প্রতিপক্ষের আত্মঘাতী। সেটাও করেছেন একজন বিদেশীÑ রহমতগঞ্জের মিশরীয় নসর ঈশা।
স্থানীয় কোনো ফুটবলারের গোল না পাওয়ায় লন্ডন থেকেই হতাশা প্রকাশ করেছিলেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। তিনি যখন ঢাকায় ফেরার জন্য আকাশে, তখন তারই এক শীর্ষ মো. ইব্রাহিম বসুন্ধরা কিংসের প্রথম স্থানীয় ফুটবলার হিসেবে গোল করেছেন প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে। সদ্য ফেডারেশন কাপ জেতা বসুন্ধরা কিংসের লিগের প্রথম ম্যাচটি অবশ্য মন ভরাতে পারেনি দর্শকদের। তুলনামূলক উত্তর বারিধারা অনেক ভালো ফুটবল খেলেছে। গোলরক্ষের ভুলে প্রথম গোল হজম করেছে তারা। দ্বিতীয় গোলের সময় ইব্রাহিম অফসাইডে ছিলেন বলে অনেকে বলাবলি করছিলেন।তারপরও ফেডারেশন কাপের ট্রফি জয়ের তিন দিনের মাথায় লিগ শুরু করে পূর্ণ পয়েন্ট নিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বসুন্ধরা কিংস। লিগের লম্বা পথচলা তারা শুরু করলো জয়ের আনন্দ নিয়েই।